এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনী। কপিরাইট © ২০২৫
সাপ্তাহিক ইনকিলাব কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনী। কপিরাইট © ২০২৫
সাপ্তাহিক ইনকিলাব কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
প্রকাশিত:
২৩ আগস্ট, ২০২৫
আইউইটনেসনিউজ শুক্রবার জানায়, পর্যটকবাহী বাসটি নিউ ইয়র্ক সিটি থেকে নায়াগ্রা ফলসে গিয়েছিল। নগরে ফেরার পথে যানটি দুর্ঘটনার শিকার হয়। নিউ ইয়র্ক স্টেইট পুলিশ জানায়, বাফেলোর কাছে পেমব্রোকে ইন্টারস্টেইট নাইনটিতেবাসটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলের ছবিতেবাসটিকে উল্টে পড়ে থাকতে দেখা যায়।
নিউ ইয়র্ক গভর্নর ক্যাথি হোকুল জানান, মর্মান্তিক পর্যটকবাহী বাস দুর্ঘটনার বিষয়ে তাকে অবহিত করা হয়েছে। উদ্ধার তৎপরতা চলছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সেএক পোস্টে জানান, তার টিম নিউ ইয়র্ক স্টেইট পুলিশ ও স্থানীয় কর্মকর্তাদের, যারাউদ্ধারের পাশাপাশি ভুক্তভোগী সবাইকে সহায়তার চেষ্টা করছেন, সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করছে। বেঁচে থাকাযাত্রীদের সঙ্গে কথা বলতে অনুবাদক আনা হচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রগুলোর বরাতে এবিসি নিউজ জানায়, দুর্ঘটনায় কমপক্ষে চারজন নিহত হন।
পুলিশ জানায়, ৫২ আরোহী থাকা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে চললেও অন্য কোনো গাড়িকে ধাক্কা দেয়নি।
স্টেইট পুলিশের ভাষ্য, বাসটিতে আটকে পড়ার পাশাপাশি আহত হন অনেকে। বাসের চালক প্রাণে বেঁচে গেলেও প্রায় প্রত্যেক যাত্রী কোনো না কোনোভাবে আঘাত পেয়েছেন।
এরি কাউন্টি মেডিক্যাল সেন্টারের এক মুখপাত্র এবিসি নিউজকে জানান, তাদের হাসপাতালে কমপক্ষে ১৬ জনকে আনা হয়েছে। বাসে থাকাযাত্রীদের বেশির ভাগই ভারতীয় ও ফিলিপিনো।